বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন

ফেনীতে নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত

প্রতিবেদক: ফেনীতে নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৪ জন। ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার (৩০ মে) ৬৩ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। সেখানে ১৮ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে ১২ জন ফেনী সদর ও ছয়জন ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা। এদের মধ্যে ১৪ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন। আক্রান্তদের মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১২ জনের সবাই শহরের বাসিন্দা। এর মধ্যে উত্তর ডাক্তারপাড়ার একই পরিবারের ছয়জন, ডাক্তারপাড়ার দুইজন, পশ্চিম ডাক্তারপাড়ার একজন, রামপুরের একজন, কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকার একজন ও লেমুয়া ইউনিয়নের একজন রয়েছেন। ছাগলনাইয়ার করোনা আক্রান্তদের মধ্যে মটুয়া এলাকার স্বামী-স্ত্রী, বাঁশপাড়া এলাকার দুইজন, থানাপাড়া এলাকায় একজন, দুর্গাপুর এলাকার একজন রয়েছেন।

জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমম্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, শনিবার ১৪১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত এক হাজার ৫৩৯ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে এক হাজার ৫১৮ জনের প্রতিবেদন আসে। জেলায় চিকিৎসকসহ এখন পর্যন্ত ১৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৫ জন সুস্থ হয়েছেন। আর তিনজনের মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web