বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন
প্রতিবেদক: ফেনীতে নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৪ জন। ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার (৩০ মে) ৬৩ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। সেখানে ১৮ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে ১২ জন ফেনী সদর ও ছয়জন ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা। এদের মধ্যে ১৪ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন। আক্রান্তদের মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে।
জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমম্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, শনিবার ১৪১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত এক হাজার ৫৩৯ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে এক হাজার ৫১৮ জনের প্রতিবেদন আসে। জেলায় চিকিৎসকসহ এখন পর্যন্ত ১৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৫ জন সুস্থ হয়েছেন। আর তিনজনের মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply