শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন
প্রতিবেদক: লক্ষ্মীপুরে দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রবিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৪ জন।
এদিকে নতুন আক্রান্ত ২২ জন সদর উপজেলার ও দুইজন রামগতি উপজেলার বাসিন্দা। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ২২০ জনের মধ্যে ৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ১৪৬ জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, গত ২৪ ঘণ্টায় ১০০ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের পজেটিভ আসে। জেলায় এ পর্যন্ত ২২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে ১০২ জন, রামগঞ্জে ৪১ জন, রায়পুরে ৩৭ জন, কমলনগরে ২১ জন ও রামগতিতে ১৯ জন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন।
Leave a Reply