গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতরের সাথে সমাধান বাংলাদেশ এর যৌথ তত্ত্বাবধানে একটি প্রকল্পের কার্যাবলী বাস্তবায়নের জন্য আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদন করার আহবান জানানো হচ্ছে।
চাকরির দায়িত্বসমূহ
চাকুরীর দায়িত্বসমুহ পদ অনুযায়ী বন্টন করা হবে।
চাকরির ধরন
ফুল টাইম, পার্ট টাইম, চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা
Bachelor degree in any discipline, HSC
প্রার্থীকে অবশ্যই HSC/ Graduate ডিগ্রীধারী অথবা ছাত্রী হতে হবে
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
বয়স ২৫ থেকে ৩০ বছর
শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন
এই পদের জন্য শুধু মহিলারা আবেদন করতে পারবেন
কম্পিঊটারের মাইক্রোসফট অফিস সফটওয়ার বাবহারে ন্যুনতম দক্ষতা থাকতে হবে
অবশ্যই বাংলা ও ইংরেজীতে শুদ্ধভাবে লিখতে ও বলতে হবে
Leave a Reply