বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৭:৪৯ পূর্বাহ্ন

আবার ফিরে এলেন জাইরা

মাঝে কিছুটি বিরতি। ফের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফিরলেন ‘দঙ্গল’ তারকা জায়রা ওয়াসিম। ভারতে পঙ্গপালের হামলা নিয়ে বিতর্কিত একটি টুইটার পোস্ট করেছিলেন জায়রা। আর এরপরেই তিনি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন। আর এরপরেই টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করে দেন জায়রা।

 

“So We sent upon them the flood and locusts and lice and frogs and blood: Signs openly self explained: but they were steeped in arrogance- a people given to sin”

-Qur’an 7:133

— Zaira Wasim (@ZairaWasimmm) May 27, 2020

 

কোররান শরীফ এর একটি আয়াত উল্লেখ করে জায়রা লেখেন, মানুষের খারাপ কাজের জন্যই পঙ্গপাল হামলা, বন্যা এই সমস্ত ঘটছে।

আর এই টুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় জায়রা ওয়াসিমকে। কেউ কেউ জায়রা এমন কথাবার্তায় তাঁর বুদ্ধিমত্ত নিয়ে প্রশ্ন তোলেন, কেউ আবার এখানে হিন্দু-মুসলিম বিতর্কও জুড়ে দেন।

আর এধরনের হাজারো আক্রমণের মুখে সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নেন জায়রা। পরে আবারও ফিরে এসেছেন তিনি। কেন হঠাৎ টুইটার ছেড়েছিলেন, তার উত্তরও দেন জায়রা।

লেখেন, ”আমিও মানুষ, অন্যদের মতো আমারও অধিকার রয়েছে সবকিছু থেকে বিরতি নেওয়ার। বিশেষত যখন যখন আশেপাশের কিছু কোলাহল মাথার মধ্যে পৌঁছে যায়।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web