শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে পুকুরে ডুবে রাফসান হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল পৌরসভার দশআনি টগবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফসান ওই এলাকার রিকশাচালক বাকের হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, জেলার সদর উপজেলার ধর্মপুর এলাকার বাকের হোসেন তার পরিবার নিয়ে চাটখিল পৌরসভার দশআনি টগবা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মঙ্গলবার সকাল থেকে রাফসানের সন্ধান পাচ্ছিল না তার পরিবার। এরপর বিভিন্ন স্থানে খোঁজার পর বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় রাফসানকে দেখতে পায় তারা। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply