শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৩:৫০ পূর্বাহ্ন

নোয়াখালী সেনবাগে একদিনে করোনা আক্রান্ত ২০

প্রতিবেদক: নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার একটি পৌরসভা ও ৫টি ইউনিয়নে এবার একদিনে রেকর্ড সংখ্যক ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এরমধ্যে সেনবাগ পৌরসভায় ৭ জন, কাবিলপুর ইউনিয়নে ৯ জন, ডমুরুয়া ইউনিয়নে ২ জন, নবীপুর ইউনিয়নে ১ ও মোহাম্মদপুর ইউনিয়নে ১ জন।

বুধবার (৩ জুন) এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মতিউর রহমান।

তিনি জানান, গত সোমবার (১ জুন) জ্বর, সর্দি,কাশি ও গলা ব্যাথা নিয়ে আক্রান্তদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে আজ বুধবার ২০ জন করোনা আক্রান্ত বলে জানানো হয়।

তিনি আরও জানান, সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মী ও সেনবাগ থানা পুলিশ পর্যায়ক্রমে করোনায় আক্রান্ত ব্যাক্তিদের বাড়িগুলো লকডাউন করে এবং আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে।প্রসঙ্গত, এ নিয়ে সেনবাগে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web