বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৭:৪০ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৬শ ৫১টি মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ৩২ লাখ ৫৫ হাজার টাকা অনুদান মঙ্গলবার বিকালে উপজেলার বীর বিক্রম শহীদ মোজাফ্ফর আহমেদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন মসজিদের সভাপতি, সেক্রেটারী ও ইমামদের হাতে নগদ টাকা হস্তান্তর করেছেন সোনাইমুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা টিনা পাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল আক্তারসহ অনেকেই।
প্রধান অতিথি খন্দকার রুহুল আমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মসজিদ, মাদ্রাসা ও ইমামদের প্রতি অত্যান্ত আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। দেশের এ ক্রান্তিকালে করোনা প্রার্দুভাবে হতে রক্ষা পেতে ও মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মসজিদে মসজিদে দোয়া ও মুনাজাত করার জন্য ইমামদের প্রতি আহবান করেন।
Leave a Reply