শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:২৯ অপরাহ্ন
প্রতিবেদক: জেলায় চিকিৎসক, পুলিশ, নার্স, স্বাস্থ্যকর্মীসহ আরও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৮৪১ জন।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। নতুন শনাক্তদের মধ্যে সদরে ২৮ জন, সেনবাগে ২০, বেগমগঞ্জে ১৪ ও চাটখিল উপজেলায় ১০ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সদর উপজেলায় আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালের দুজন চিকিৎসক, তিন জন নার্স আছেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৭।
সেনবাগে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৫৬ জন। এদের মধ্যে মারা গেছেন ৪ জন।
চাটখিল উপজেলা করোনা ফোকাল পার্সন ডা. মো. তামজিদ হোসাইন জানান, এ উপজেলায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৫ জন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাস জানান, উপজেলায় আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে বেগমগঞ্জ থানার তিন পুলিশ কর্মকর্তা সহ নয় জন রয়েছেন। এ নিয়ে বেগমগঞ্জ উপজেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩৮৪ জন।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান জানান, জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪১ জন। এদের মধ্যে আক্রান্তের হার ১৮ দশমিক শূন্য দুই শতাংশ। সুস্থ হয়েছেন ৮৭ জন। সুস্থতার হার ১০ দশমিক ৩৪ শতাংশ। মৃত্যু হয়েছে ২২ জনের। মৃত্যুর হার দুই দশমিক ৬১ শতাংশ।
Leave a Reply