শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৯:৩৫ অপরাহ্ন
ফেনী জেলার নতুন করে আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে এবং দুজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯৩ জনে। মোট মারা গেছেন তিন জন। সুস্থ হয়েছেন ৬২ জন। ৭ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সাত জন ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ও ১১৪ জন স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৭২ জন, দাগনভূঁঞায় ৫৮ জন, ছাগলনাইয়ায় ২৩ জন, সোনাগাজীতে ২১ জন, পরশুরাম ও ফুলগাজীতে সাত জন করে। পাশের চট্টগ্রাম, মিরসরাই, চৌদ্দগ্রাম ও সেনবাগের পাঁচ জন। ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, ফেনীতে করোনায় আক্রান্ত হয়ে হয়ে দুজন মারা গেছেন। বুধবার রাতে দুজনেরই নিজ নিজ বাড়ীতে মৃত্যু হয়। আজ ফেনী ও ছাগলনাইয়ায় বিশেষ টিমের মাধ্যমে দুই জনের মরদেহের সৎকারের ব্যবস্থা নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের জানান, ছাগলনাইয়ায় প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীকে ধর্মীয় নিয়ম অনুযায়ী শেষকৃত্যের জন্য কর্তব্যরত টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
Leave a Reply