বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন
প্রতিবেদক:লক্ষ্মীপুরে ১১ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২৫৩ জন। লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার এ তথ্য নিশ্চিত করেন।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত ১১ জনের মধ্যে এক জন নার্স আছেন।
গত ২৪ ঘণ্টায় তার উপজেলায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে এক জন জন নার্স আছেন। এ নিয়ে উপজেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১২১ জন।’
সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার বলেন, জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২৫৩ জন। এরমধ্যে সদরে ১২১ জন, রামগঞ্জে ৪৮ জন, কমলনগরে ২১ জন, রামগতিতে ১৯ জন, রায়পুরের ৪৪ জন। হাসপাতালে ভর্তি আছেন ৬৪ জন, হোম আইসোলেশনে আছেন ৫২ জন, সুস্থ হয়েছেন ১৩০ জন, মারা গেছেন ৫ জন।
Leave a Reply