বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ন
প্রতিবেদক: মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পরিবহন থেকে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে আসামীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, শহরের পশ্চিম দাশড়া এলাকার খন্দকার মজিবুর রহমানের ছেলে সুমন খন্দকার (৩৮), আব্দুর রহিমের
ছেলে মোঃ দুলাল (৩৭), পোড়রা এলাকার মোশারফ হোসেন খান মিলনের ছেলে মোঃ নাঈম খান (২৮) ও হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ এলাকার মৃত জামাল শেখের ছেলে মোঃ উজ্জল শেখ (৩৭)।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের জরিনা কলেজ মোড় চৌরাস্তায় যানবাহন হতে জোরপূর্বক টোল আদায়ের সংবাদে মানিকগঞ্জ সদর থানার এসআই তারেক পারভেজ অভিযান চালিয়ে আসামীদের হাতে নাতে গ্রেপ্তার করে।
এসময় তাদের নিকট থেকে বিভিন্ন যানবাহন হতে জোরপূর্বক টোল আদায়কৃত নগদ এক হাজার ৯০০ টাকা এবং পৌরসভার অভ্যন্তরীন ট্রাক লোড-আনলোড ও টোল আদায়ের ইজারাদার হিসেবে টোল আদায়ের ০২ টি রশিদ বই উদ্ধার করা হয় ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তাৎক্ষনিক মানিকগঞ্জ পৌরসভায় যোগাযোগ করে জানা যায় উক্ত বিষয়ে ইজারার মেয়াদ ২৪ এপ্রিল তারিখে শেষ হয়েছে।
কিন্তু গ্রেফতারকৃতরা অবৈধভাবে পৌরসভার নাম ব্যবহার করে বিভিন্ন যানবাহন থেকে যোগসাজশে টোল দাবি ও আদায় করার অপরাধ সংঘটিত করেছে। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a Reply