বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন
শ্বেতাঙ্গ পুলিশের বলপ্রয়োগে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় এবার হোয়াইট হাউজের সামনের রাস্তার নাম পাল্টে হয়েছে-ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা। আর বর্ণবাদ বিরোধী আন্দোলন চলাকালে এক বৃদ্ধকে আহত করার ঘটনায় বরখাস্ত করা হয়েছে নিউ ইয়র্ক পুলিশের দুই সদস্যকে।
বর্ণবাদ বিরোধী বিক্ষোভকারীদের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের চলমান বিরোধের মধ্যেই হোয়াইট হাউজ অভিমুখী সেন্ট জন্স চার্চের সামনের রাস্তার নাম পাল্টানোর সিদ্ধান্ত কার্যকর করেন ওয়াশিংটনের মেয়র ও বিরোধী ডেমোক্রেট দলীয় নেত্রী মুরেল বাউসার। রাস্তায় লাগে নয়া নামফলক।
পরিবর্তিত নামটি গোটা রাস্তায় রঙের ছোঁয়ায় তুলে ধরেন স্থানীয় চিত্রশিল্পী রোজ জেফ ও তার সহযোগীরা। দু:খজনক এই ঘটনার স্মরণে রাস্তাটিতে একটি ম্যুরাল বসানোরও সিদ্ধান্ত হয়েছে। প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, দেশে ভালো অনেক কিছুই হচ্ছে। আশা করছি ওপর থেকে এসব উদ্যোগ দেখে শান্তি পাবে ফ্লয়েডের আত্মা।
তবে, সাংবাদিকদের প্রশ্নের সুযোগ না দিয়ে সংবাদ সম্মেলন ছাড়েন ট্রাম্প। এদিকে, নিউ ইয়র্কের বাফেলোয় পুলিশের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পাওয়া ৭৫ বছর বয়সী মানবাধিকার কর্মী মার্টিন গুজিনোর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিতর্কিত এই ঘটনায় দাঙ্গা পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ। শাস্তিমূলক এই পদক্ষেপের প্রতিবাদে পদত্যাগপত্র দিয়েছেন দাঙ্গা পুলিশের ৫৭ জন অফিসার।
Leave a Reply