বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০১:০২ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন:নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহানের পিতা মরহুম আব্দুল মালেক কমিশনারের ২৮তম মৃত্যু বার্ষিকী আজ। ১৯৯২ সালের এই দিনে তিনি মৃত্যু বরণ করেছিলেন। মরহুমের জন্য শনিবার শামছুদ্দিন জেহান মসজিদে মসজিদে দোয়া এবং মোনাজাত করিয়েছেন। তার পিতা যেন জান্নাতবাসী হোন এজন্য তিনি সবার দোয়া চেয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক কমিশনার দুইবার নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শহর আওয়ামীলীগের সভাপতি এবং নোয়াখালী পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের কমিশনার হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন সফল ভাবে।
শামছুদ্দিন জেহান বলেন,আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা । আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে আমার বাবা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমার বাবা সারা জীবন মানুষের সেবা করে গিয়েছেন। তাঁর অনুপ্রেরণায় আমিও সবসময় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা যেন জান্নাতবাসী হোন।
Leave a Reply