রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সদর উপজেলার লালপুর গ্রামে ওমর শরীফ নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। মুমূর্ষ অবস্থায় আহতকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ০৫ জুন শুক্রবার বিকেলে।
জানা গেছে, সদর উপজেলার লালপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। ঐ বিরোধ কে কেন্দ্র করে দু. গ্রুপ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অবস্থান করছিল। লালপুর গ্রামের (অবসর প্রাপ্ত পুলিশ) আবুল কালামের পুত্র চৌমুহনী এস.এ কলেজের ছাত্র ওমর শরীফ (১৮) নিজ বাড়ী থেকে মাগরীব এর নামাজ আদায় করতে মসজিদের দিকে রওয়ানা হয়।
এ সময় পাশ^বর্তী নোয়াখালী পৌরসভার ০৯ নং ওয়ার্ড বদরীপুর গ্রামের মোঃ সোহেল, জুয়েল, ও বেলালের নেতৃত্বে আট দশ জনের একটি সন্ত্রাসী দল তার উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা দেশীয় চাইনিজ কুড়াল, রাম দা দিয়ে ওমর শরীফকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে।
এ সময় ওমর শরীফ প্রাণে রক্ষার্থে কোনমতে বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়। তার অবস্থা গুরুতর হওয়ায় বাড়ীর লোকজন দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এ বিষয়ে আবুল কালাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। সুধারাম থানার এসআই আকলিমা খাতুন অভিযোগের ভিত্তিতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ওমর শরীফকে দেখতে যায়। বর্তমানে মামলাটি তদন্তাধীন আছে।
Leave a Reply