বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৩৪ অপরাহ্ন
প্রতিবেদক:নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনা সংক্রমণ রোধে অস্থায়ী আইসোলেশন সেন্টার নির্মাণ করা হয়েছে।সোমবার (৮ জুন) দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো.সেলিম।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার উদ্যোগে এই অস্থায়ী আইসোলেশন সেন্টার নির্মাণ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সেলিম বলেন, সোমবার সকালে প্রাথমিকভাবে ১১ শয্যা বিশিষ্ট এ আইসোলেশন সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়েছে। তবে রোগীর সংখ্যার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে এ আইসোলেশন সেন্টারকে ৫০ শয্যায় উন্নীত করা হবে। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনা পজিটিভ রোগী পেলে যেকোনো মুহূর্তে আমাদের কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেন,করোনা সংক্রমণ প্রতিরোধে একটি আইসোলেশন কেন্দ্র নির্মাণ করা উপজেলার সর্বস্তরের জনগণের দাবি ছিল। আমরা করোনা সংক্রমণ প্রতিরোধ এবং করোনা পজিটিভ রোগীদের সুরক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ আইসোলেশন সেন্টারের কার্যক্রম পরিচালিত হবে।উল্লেখ্য, বসুরহাট ডাক বাংলো অডিটোরিয়াম হলকে অস্থায়ী আইসোলেশন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
Leave a Reply