বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পূর্বাহ্ন
প্রতিবেদক:নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের শীর্ষ সন্ত্রাসী নজরুল ইসলাম সবুজকে (৩১) অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সবুজ একই ইউনিয়নের খিলপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।মঙ্গলবার (৯ জুন) দুপুরে সবুজকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে,সোমবার (৮ জুন) সন্ধ্যায় সোনাইমুড়ী থানা পুলিশ সোনাইমুড়ীর বাংলা বাজার থেকে ৪ শ পিস ইয়াবাসহ তাকে আটক করে। পরে রাত ১০টার দিকে সোনাইমুড়ী থানা পুলিশ সবুজকে নিয়ে চাটখিল থানা পুলিশের সহযোগিতায় তার বাড়িতে অভিযান চালায়। এ সময় সবুজের স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ি থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে চাটখিল, সোনাইমুড়ী থানায় ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।
Leave a Reply