বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন
প্রতিবেদক:বরগুনায় রাতের আঁধারে চাল চুরির অভিযোগে খাদ্যগুদাম কর্মকর্তাসহ সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে এ অভিযান চালায় বরগুনার ডিবি পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে এ সময় ২২টি বস্তায় ৫৯৪ কেজি চাল এবং আলামত হিসেবে একটি চার্জার লাইট, ৩টি লোহার হুক, দুইটি বোঙ্গা সুঁই ও প্রায় আধা কেজি সুতলী উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও বেশ কয়েকজন খাদ্যগুদাম থেকে পালিয়ে যায়। আটককৃতদের আজ মঙ্গলবার ভোরে বরগুনা খাদ্যগুদাম থেকে বরগুনা থানায় নেওয়া হয়।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বরগুনা সদর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল্লাহ আল মামুন বিপ্লব (৪২), জেলা খাদ্য নিয়ন্ত্রকের গাড়ি চালক মো. মাসুম বিল্লাহ (৩৫), নিরাপত্তা প্রহরী আব্দুর রহমান (৩৫) ও মো. শাহিন (৩৭) খাদ্য গুদামের শ্রমিক মো. ফোরকান মুসুল্লি (৩২), বিনয় (৫৫) এবং আ. সোবহান (৬০)।
এ ঘটনায় জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন তালুকদার বাদী হয়ে এই সাতজনকে আসামি করে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বরগুনা খাদ্যগুদামে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান। নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় ঘটনাস্থল পরিদর্শন করে জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন তালুকদারকে ঘটনাস্থলে আসতে বলেন। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জেনে জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন তালুকদার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন।’
Leave a Reply