শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৯:১১ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী:মহামারী করোনা ভাইরাসের কারণে নোয়াখালীতে তৃতীয় দফায় চলছে উপজেলা ভিত্তিক লক ডাউন । গত ৯ জুন থেকে নোয়াখালীর সদর এবং বেগমগঞ্জ উপজেলায় কঠোর লকডাউন চলমান রয়েছে ।
এর মধ্যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে যা সদর-সুবর্ণচরের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহানের নজরে আসে । একরামুল করিম চৌধুরীর নির্দেশে শামছুদ্দিন জেহান হুশিয়ারি দিয়ে বলেন, লকডাউন কার্যকর করার জন্য আমাদের মাননীয় এমপি একরামুল করিম চৌধুরীর নির্দেশে মাঠে রয়েছে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ।আমি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলতে চাই লকডাউন কার্যকর করতে গিয়ে কোন মানুষের সাথে খারাপ আচরণ করবেন না ।
লকডাউনকে কেন্দ্র করে কোথাও কোন গাড়ির ড্রাইভার কিংবা অন্য কোন যায়গা থেকে চাঁদাবাজির মতো যদি কোনো ঘটনা ঘটে আমার নেতা একরামুল করিম চৌধুরী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।সবাইকে শান্তিপুর্ণভাবে লকডাউন কার্যকর করার অনুরোধ করেন তিনি ।
Leave a Reply