শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন
করোনা সংকটের এই সময়ে বউয়ের মন পেতে রান্নায় মন দিয়েছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। মীরা রাজপুত ইনস্টাগ্রাম পোস্টে সেই রহস্য ফাঁস করেছেন।
মীরার জন্য সুস্বাদু পাস্তা রান্না করেছিলেন কবীর সিং তারকা। পাঁচ বছরে প্রথমবার শাহিদকে রান্নাঘরে দেখে অবাক মীরা! মীরা জানিয়েছেন, ‘এটা আমার টেস্ট করা পৃথিবীর সেরা পাস্তা’।
লকডাউনের আগে পাঞ্জাবে নিজের আসন্ন ছবি জার্সির শুটিং সারছিলেন শাহিদ। আপতত পাঞ্জাবেই বিপাশা নদীর তীরে অবস্থিত শাহিদের একটি বাড়িতেই কোয়ারেন্টাইন সময় কাটাচ্ছেন শাহিদ-মীরা ও তাদের দুই সন্তান মিশা ও জায়েন।
এখানে ধর্মীয় সংগঠন রাধাস্বামী সৎসঙ্গের মূল আশ্রম রয়েছে। দুজনের পরিবারই এই গুরুর আদর্শে দীক্ষিত। তাদের বিয়ের কথাও শুরু হয়েছিল এই আশ্রমের সূত্র ধরেই। দিন কয়েক আগেই রাধাস্বামী সৎসঙ্গের ডেরায় একসঙ্গে খাবার খেতে দেখা গিয়েছিল শাহিদ-মীরাকে।
২০১৫ সালের মে মাসে ১৪ বছরের ছোট মীরা রাজপুতের সঙ্গে বিয়ে সারেন শাহিদ। প্রেম নয়, অ্যারেঞ্জ ম্যারেজেই বিশ্বাস রেখেছিলেন বলিউডের এই ‘লাভার বয়’। তবে বিয়ের পর তাদের পারিবারিক সম্পর্ক বরাবরই প্রেমের ছাপ রেখেছে।
বক্স অফিসে শাহিদের শেষ ছবি ছিল কবীর সিং। বিতর্কের মাঝেও বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে এই ছবি। তার পরবর্তী ছবি জার্সিতে একজন প্রতিভাবান কিন্তু অসফল ক্রিকেটারের গল্প ফুটে উঠবে। ছেলের ইচ্ছা পূরণের জন্য চল্লিশ ছুঁইছুঁই সেই ক্রিকেটার ফের একবার ব্যাট হাতে তুলে নেবে। কারণ ছেলের ইচ্ছা বাবা তাকে উপহার দিক টিম ইন্ডিয়ার জার্সি। ছবিতে শাহিদের বিপরীতে দেখা মিলেছে ম্রুনাল ঠাকুর, থাকছেন শাহিদের বাবা পঙ্কজ কাপুরও।
Leave a Reply