বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন

নোয়াখালীতে করোনা উপসর্গে নারীসহ চারজনের মৃত্যু

প্রতিবেদক:নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন। স্বাস্থ্যবিধি ও সকল ধরনের নিয়ম মেনে তাদের লাশ দাফন করা হয়েছে।

শনিবার সকালে হাসপাতাল ও রোগীর স্বজন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার দাস বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে সদর-কবিরহাট উপজেলার সীমান্তবর্তী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের এক ব্যবসায়ী (৫৩) এর নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে রাত পৌনে ৯টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। স্বজনদের দেওয়া তথ্যমতে ওই ব্যবসায়ী গত ৮-১০দিন ধরে জ্বর, শ্বাস কষ্ট ও হার্টের সমস্যায় ভুগছিলেন। করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

রাতের পৃথক সময় নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান জেলা শহরের গোপাই এলাকার বাসিন্দা এক নারী (৫২) ও নেয়াজপুর ইউনিয়নের করিমপুর গ্রামের বাসিন্দা পুরুষ (৬৭)। তারা দুইজন অসুস্থ অবস্থায় হাসপাতালের অন্য ওয়ার্ডে ভর্তি থাকলেও রাতে দুই জনের শ্বাসকষ্ট দেখা দিলে তাদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই ওয়ার্ডেই তাদের মৃত্যু হয়। কিন্তু পরিবারের লোকজন নমুনা দিতে রাজি না হওয়ায় তাদের কারোই নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ মহি উদ্দিন আব্দুল আজিম।

অপরদিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গোডাউন রোডের বাসিন্দা (৪৭) গত ৬-৭দিন ধরে জ্বর ও হার্টের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন প্রথমে জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তি না করায় পরবর্তীতে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web