শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:৫৪ পূর্বাহ্ন
সালেহ উদ্দিন সবুজ:নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুর নেতৃত্বে অশ্বদিয়ায় কঠোরভাবে লকডাউন কার্যকর হচ্ছে। নোয়াখালী সদরের অন্যান্য ইউনিয়নের তুলনায় অশ্বদিয়ায় এখনো করোনার প্রকোপ অনেকটাই কম। এ পর্যন্ত অশ্বদিয়ায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে যার মধ্যে একজন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহানের নির্দেশনায় লকডাউন কার্যকর করার জন্য রাতদিন কাজ করে যাচ্ছেন।
তিনি আক্ষেপও করেছেন কিছুটা। মানুষের ঘর থেকে বের হওয়ার ইচ্ছে না থাকলেও জীবন জীবিকার প্রয়োজনে মানুষ ঘর থেকে বের হচ্ছে। যার ফলে অনেক সময় জনসমাগম এড়ানো যাচ্ছে না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এই মানবিক চেয়ারম্যান ।
তিনি এসময় এনকে টেলিভিশনের এই প্রতিনিধিকে বলেন,আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং এই ইউনিয়ন পরিষদের একজন সফল চেয়ারম্যান ছিলেন । তিনি চেয়ারম্যান থাকাকালীন সততা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন । আমার বাবার সততা এবং সুনাম অক্ষুন্ন রাখতে প্রতিনিয়ত মানুষের সেবা করতে আমি প্রস্তুত। এই মহামারীতে জানিনা আমিও কখন করোনায় আক্রান্ত হয়ে পড়ি ।
তবে মানুষের জন্য কাজ করতে গিয়ে আমার যদি জীবনও চলে যায় আমি হাসিমুখে মেনে নেবো । আমার ইউনিয়নের মানুষদের প্রতি একটাই অনুরোধ,আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে । আজ যদি করোনায় আক্রান্ত হয়ে আপনি মারা যান আপনার পরিবার,ছেলে সন্তান দেখার কেউ থাকবে না । তাই ঘরে থাকুন,নিজে বাঁচুন ,আপনার পরিবারকে বাঁচান ।
Leave a Reply