শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৬:৫৩ পূর্বাহ্ন
প্রতিবেদক:করোনাভাইরাসে আক্রান্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যদিও শুক্রবার রাতে তার শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। শনিবার সকাল থেকে তিনি আগের থেকে ভালো অনুভব করছেন।
সারওয়ার আলম ছাড়াও তার স্ত্রী সানজিদা লিন্ডাও করোনাভাইরাসে আক্রান্ত। তার শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে। বর্তমানে তারা দুজন বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। দেশবাসীর কাছে দোয়া ও ক্ষমা চেয়েছেন এই দম্পতি।
সারওয়ার বলেন, করোনা শনাক্তের পর তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছি। গতরাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। তবে, সকাল থেকে সেটা কমেছে। এখন ভালো আছি।
গত ৬ জুন রাতে করোনা শনাক্ত হয় র্যাবের সুপরিচিতি কর্মকর্তা সারওয়ার আলমের দেহে। এলিট ফোর্সে যোগদানের পর থেকে তিনি সব সময় আলোচিত ছিলেন। বিশেষ করে ভেজাল খাদ্য, নকল কসমেটিকস ছাড়াও অবৈধ হাসপাতাল পরিচালনা, মাদক বিরোধী অভিযান এবং আলোচিত ক্যাসিনো অভিযানে সামনের সারিতে থেকে অভিযান পরিচালনা করায় দেশবাসীর কাছে পরিচিতমুখ হয়ে উঠেছেন খুব কম সময়েই।
এছাড়া ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক-গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন এই কর্মকর্তা। তাছাড়া রমজানের শুরুতেও বেশ কয়েকটি ভেজাল বিরোধী অভিযান এবং হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন তিনি।
Leave a Reply