বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৮:৫৭ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৬ জন। যার মধ্যে একজন চিকিৎসক, একই পরিবারের চারজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৪০ জন।
রবিবার বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১৪ জন ও চাটখিল উপজেলায় ১২ জন রোগী রয়েছেন। জেলায় মোট আক্রান্ত ১৩৪০ জন। যার মধ্যে সদরে ৪১৫, সুবর্ণচরে ৩৯, হাতিয়ায় ১০, বেগমগঞ্জে ৫১২ জন, সোনাইমুড়ীতে ৭৪, চাটখিলে ১০২, সেনবাগে ৭৫, কোম্পানীগঞ্জে ১৭ ও কবিরহাটে ৯৬ জন। সুস্থ হয়েছেন ৩৬৪ জন। মারা গেছেন ৩৫ জন। আইসোলেশনে রয়েছেন ৯৪১ জন রোগী।
সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলায় আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। এছাড়াও সোনাপুর এলাকার একই পরিবারের তিন নারীসহ চারজন রয়েছেন। আক্রান্তদের শারীরিক অবস্থার প্রেক্ষিতে আইসোলেশনের ব্যবস্থা করা হবে। লকডাউন করা হয়েছে আক্রান্তদের বাড়ি।
Leave a Reply