বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৮ পূর্বাহ্ন
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। এদিকে সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেন, সুশান্ত সিং রাজপুত একজন প্রতিভাসম্পন্ন যুবক ছিলেন, কিন্তু বড় তাড়াতাড়ি চলে গেলেন।
তিনি আরও বলেন, বিনোদন জগতে তার উত্থান অনেককে অনুপ্রাণিত করেছিল। তার দক্ষতা অনেককেই পিছনে ফেলে দিয়েছিল। তার মৃত্যুতে হতবাক। এছাড়া সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে তার পরিবারের প্রতি সহমর্মিতা জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে আত্মার শান্তি কামনা করেন।
শেষবার ‘ছিছোড়ে’ ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। এছাড়াও ‘কেদারনাথ’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি‘পিকে’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত।
Leave a Reply