শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০৩:২৯ অপরাহ্ন
প্রতিবেদক:চলতি বাজেট অধিবেশনের কার্যদিবসে আরো কাটছাঁট করা হয়েছে। এর ফলে ১২ দিনের পরিবর্তে ৮/৯ দিন চলতে পারে অধিবেশন। ফলে বাজেটের ওপর আলোচনার দিন ও ঘণ্টা কমছে।
পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী সাধারণ বাজেটের ওপর আলোচনা হবে মাত্র দুইদিন ২৩ ও ২৪ জুন। অবশ্য ২৯ জুন বাজেটে অর্থ বিল পাসের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেটের সমাপনী আলোচনায় অংশ নেবেন। সংসদ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি বেড়ে যাওয়ার এবং মন্ত্রিসভার একজন সদস্য, একজন সংসদ সদস্যসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি করোনায় মারা যাওয়ার কারণে বাজেট অধিবেশনে পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, কমানো-বাড়ানোর কোনো সিদ্ধান্ত নয়। আমরা যে কয়দিন নির্ধারণ করব সেই কয়দিন আলোচনা হবে।
প্রসঙ্গত, এবার বাজেট অধিবেশন কতদিন চলবে সেটা আনুষ্ঠানিকভাবে জানাতে সংসদ সচিবালয় থেকে একটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়। ওই ক্যালেন্ডার অনুযায়ী অধিবেশন ১২ কার্যদিবস চলার কথা জানানো হয়।
Leave a Reply