বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৭:৪১ পূর্বাহ্ন
প্রতিবেদক:নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সবসময় কর্মী বান্ধব । কর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন সবসময় । কবিরহাটের পৌর কাউন্সিলর আনোয়ার হোসেনের মৃত্যুর পর আজ আরেকজন বিশ্বস্ত কর্মী হারালেন তিনি ।
সোমবার নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুুরুল আফসার রতন (৪৩) এর লাশ দেখতে গিয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। সাহসিকতায় পাহাড় সমান দৃঢ় একরামুল করিম চৌধুরী এমপি মূহুর্তেই মোমের মতো হয়ে গেলেন দু’টি মৃত্যুতে । কুসুম কোমল হৃদয় নিয়ে,বুক ফাটা আর্তনাদ করে যাচ্ছেন নেতাকর্মীদের হারিয়ে । বিকেলে ফেইসবুক লাইভে এসে আজকেও কান্নার জন্য কথা বলতে পারছিলেন না ।
তিনি বলেন,গত কয়েকদিন যেন মৃত্যুর মিছিল লেগেই আছে আমরা সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম ভাইকে হারালাম, ধর্ম প্রতিমন্ত্রী আবদুল্লাহ ভাইকে হারালাম,সিলেটের কামরান ভাই চলে গেলেন । আমার নোয়াখালীতে আনোয়ারের পর আজ রতন চলে গেলো অজানার দেশে ।
তিনি আরো বলেন, নোয়াখালীতে ১০টি আইসিইউ বেডের জন্য যত টাকা লাগে আমি দেবো । এজন্য আমি জেলা প্রশাসককে বলেছি ব্যবস্থা করতে ।
আবেগাপ্লুত হয়ে তিনি বলেন,আল্লাহ এই মহামারীর সময় তুমি আমার মৃত্যু দাও তবু আমার নেতাকর্মীদের এমন মৃত্যু দিও না।
Leave a Reply