শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:০৩ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন:নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার রতন (৪৫) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় নোয়াখালী সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
নিহত রতন নরোত্তমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাদুল্লাপুর গ্রামের নুরুল হক’র ছেলে।
নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ১২ জুন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এখনও ওই রিপোর্ট পাওয়া যায় নি।
গতকাল রাতে ওই ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পনের দিন যাবত তিনি তীব্র জ¦র,শ্বাসকষ্টে ভূগছিলেন। দুপুর ১২টার দিকে তিনি মারা যান ।
Leave a Reply