বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০১:২২ পূর্বাহ্ন
প্রতিবেদক:নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজারে কোনভাবে লকডাউন মানা হচ্ছে না । সরকারি নির্দেশ উপেক্ষ করে দোকানপাট খোলা রাখা হচ্ছে । প্রশাসন থেকে বাজার কমিটিকে লকডাউন মানার বিষয়ে নির্দেশনা দেয়া থাকলেও খোদ বাজার কমিটিই তা মানছে না।
উত্তর ওয়াপদা বাজারে গিয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক খলিল কোম্পানীর সাথে দেখা করতে চাইলে তিনি দেখা করেননি। পরে মুঠোফোনে কথা বললে তিনি অশালীন ভাষায় উচ্চ বাচ্য করে বলেন,আমি এ বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো,আমি এখন আসতে পারবো না বাজারে ।
তিনি ঔদ্ধত্যপূর্ণভাবে বলেন,নেতারা অনেক কথাই বলেন,অনেক নির্দেশ দেন তাদের সব কথা শুনতে হবে এমন কোনো কথা নেই।
খোঁজ নিয়ে জানা গেছে বাজার কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই । যার ফলে অকার্যকর কমিটি লকডাউন মানার বিষয়ে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি । উপজেলা চেয়ারম্যানের নিকট ব্যবসায়ীদের দাবি অবিলম্বে যেন বাজার কমিটির নির্বাচন দিয়ে একটি কার্যকর কমিটি করে দেন ।
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহান বলেন,সভা করে প্রত্যেক বাজার কমিটিকে বলে দেয়া হয়েছে লকডাউন কার্যকর করার জন্য । খলিল কোম্পানী যদি লকডাউন মানার বিষয়ে এমন আচরণ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply