শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন
প্রতিবেদক:ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে সারাদিন আগুনের সংবাদ সংগ্রহ করা ১২ জনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১৬৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আক্রান্তদের ৯ জনকে হোম কোয়ারেন্টিনে এবং ৭৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮৪ জন সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, করোনা আক্রান্তদের মধ্যে ২১ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশন, ৩০ জন অধিদপ্তরের বিভিন্ন শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশন, ১২ জন হাজারীবাগ ফায়ার স্টেশন, ৮ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের, ১২ জন ডিইপিজেড ফায়ার স্টেশনের (সাভার), ৮ জন সাভার ফায়ার স্টেশন, ১ জন লালবাগ ফায়ার স্টেশন, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশন, ২ জন মানিকগঞ্জ ফায়ার স্টেশন, ৩ জন ডেমরা ফায়ার স্টেশন, ৪ জন খিলগাঁও ফায়ার স্টেশন, ৬ জন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশন, ১ জন পলাশী ফায়ার স্টেশন, ৫ জন সিলেট ফায়ার স্টেশন, ১ জন বড়লেখা ও ১ জন কুলাউড়া ফায়ার স্টেশন (সিলেট), ১ জন কেরাণীগঞ্জ ফায়ার স্টেশন, ১ জন টঙ্গী ফায়ার স্টেশন, ৫ জন ফুলপুর ফায়ার স্টেশন, ১ জন টাঙ্গাইল ফায়ার স্টেশন, ১ জন সালতা ফায়ার স্টেশন (ফরিদপুর), ১ জন রংপুর কন্ট্রোলরুমের, ১ জন সৈয়দপুর ফায়ার স্টেশনের (নীলফামারী), ৩ জন বারিধারা ফায়ার স্টেশন এবং ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশন, ৪ জন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের কর্মী। আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টারসহ বিভিন্ন স্থানে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
করোনা আক্রান্তদের সবাই ভালো আছেন। এদের মধ্যে ৮৪ জনের পর পর দু’বার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। আক্রান্ত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে।
Leave a Reply