নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুর থেকে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাবিলপুর গ্রামের তপাদার বাড়ির একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম মঞ্জুরুল আহসান তুষার (১৯) সে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাবিলপুর গ্রামের তপাদার বাড়ির শাহ আলম এর ছেলে এবং তুষার লালপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তুষার বাড়িতে চলে আসে। মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ির একটি বাঁশ বাগানে বাঁশ কাটতে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষন তুষারকে না দেখতে পাওয়ায় বাঁশ বাগানসহ সম্ভাব্য স্থানে খোজা খুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় বাড়ির লোকজন পুকুর ঘাটে তুষারের লাশ ভাসতে দেখে উদ্ধার করে।
নিহতের পরিবারের ভাষ্যমতে, চার ভাই ও এক বোনের মধ্যে তুষার সবার ছোট ছিল। সে সাঁতার জানতো। কিন্তু পুকুরের পানিতে তার লাশ পাওয়া গেছে। তুষারের মৃত্যুটি রহস্যজনক।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতে পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্ত করার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply