শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৮:১৭ অপরাহ্ন
প্রতিবেদক:নোয়াখালীতে নবাগত যোগদানকৃত সিভিল সার্জনের সাথে বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নতুন যোগদানকৃত সিভিল সার্জন ডা: মাসুম ইফতেখারকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে অভিনন্দন জানান বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন নোয়াখালী সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি ডা: মোহাম্মদ ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিয়া মুহাম্মদ শাহজাহান, সহ-সভাপতি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরনবী এবং সাংগঠনিক সম্পাদক ডা: আক্তার উদ্দীন প্রমুখ।সংগঠনের নেতৃবৃন্দ নবাগত সিভিল সার্জনের সাথে কুশল বিনিময় করেন এবং নোয়াখালী জেলার স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে অবগত করেন।
Leave a Reply