বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:১৩ পূর্বাহ্ন
সজিব হোসেন,সোনাইমুড়ী : নোয়াাখালীর সোনাইমুড়ী পৌরসভার আলোকপাড়া গ্রামে সায়মন হত্যার প্রধান আসামী মীর হোসেন মীরাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ । পরবর্তীতে তাকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং হত্যাকারীর দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত চুরি উদ্বার করে সোনাইমুড়ী থানা পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায় ,গত মঙ্গলবার (৯ জুন) বিকেলে আলোকপাড়া গ্রামের কিছু যুবক ফুটবল খেলতে যায় ।খেলার মাঠে মীর হোসেনের সাথে সায়মনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মীর হোসেন খেলার মাঠ ত্যাগ করে। তারপর মীর হোসেন ১০-১৫ জন সন্ত্রাসী নিয়ে সায়মনের উপর হামলা করে, খুন হয় সায়মন। এরপর থেকে মীর হোসেন পলাতক ছিল।
সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদের চৌকষ তৎপরতায় অবশেষে সায়মন হত্যার প্রধান আসামি মীর হোসেন মীরা গ্রেফতার। এলাকায় স্বস্তি।
বুধবার সায়মন হত্যাকারী মীর হোসেনের ফাঁসি ও এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনাইমুড়ী উপজেলা পরিষদের সড়কে মানববন্ধন করেছিল এলাকাবাসী। এ সময় অনেকে নিহত সায়মনের কথা বলতে গিয়ে আবেগে আফ্লুত হয় যায়।
সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ বলেন, সাইমন হত্যার সাথে জড়িত প্রধান আসামী মীর হোসেনকে কয়েকদিন থেকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে আটক করা হয়। বাকী আসামীদেরকে অতিসত্বর আইনের আওতায় আনা হবে।
Leave a Reply