শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন
সুবর্ণচর প্রতিনিধি:নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক পল্লী চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহত খোকন চন্দ্র দাস (৬২), উপজেলার চরবাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা।
নোয়াখালী জেনারেল হাসপাতালের (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান,বুধবার সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়।
এ পল্লী চিকিৎসক করোনা উপসর্গ নিয়ে কয়েকদিন আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। বুধবার (১৭ জুন) বিকালে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়। এনিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০জন।
Leave a Reply