বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
প্রতিবেদক:নোয়াখালীর চাটখিল পৌরসভার ছয়ানিটগবা গ্রামে মারা যাওয়া গৃহবধূ শামসুন নাহার (৬০) করোনায় আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে লাশ দাফন করা ওই গৃহবধূর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এনিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪২ জন।
শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. তামজিদ হোসেন তিনি বলেন, ওই গৃহবধূ বেস্ট ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত ১১জুন উনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এরইমধ্যে গত ১৩জুুন সকালে নিজ বাড়িতে মারা যান ওই নারী। কিন্তু মৃত্যুর বিষয়টি আমাদের না জানিয়ে মৃতের লাশ দাফন করে তার পরিবারের লোকজন। বৃহস্পতিবার রাতে আসা রিপোর্টের ফলাফলে ওই গৃহবধূর করোনা পজিটিভ আসে। মৃত নারীর সংস্পর্শে আসা কারও করোনা উপসর্গ থাকলে তাদের নমুনা সংগ্রহ করা হবে। উপজেলায় মোট করোনায় ২জনের মৃত্যু হয়েছে।
এদিকে জেলায় করোনায় মোট ৪২জনের মৃত্যু হলেও সিভিল সার্জন অফিস থেকে ১৯জুন পর্যন্ত দেখানো হচ্ছে ৩৯জন। এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, কোভিড, জেনারেল হাসপাতাল ও উপজেলাভিত্তিক তথ্যের সাথে সিভিল সার্জন অফিসের কিছু তথ্য সমন্বয়হীনতা রয়েছে। এবিষয়ে সবার সাথে বৈঠক করা হয়েছে, দ্রুত বিষয়টি সমাধান করা হবে।
Leave a Reply