সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০২ অপরাহ্ন
করোনা মহামারির মধ্যে ২৭৩ জন প্রবাসী নিয়ে মাদ্রিদের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বিমানের একটি বিশেষ ফ্লাইট। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিয়ষটি নিশ্চিত করেছেন।
করোনা প্রাদুর্ভাবের কারণে বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিনদেশে আটকা পড়েন। দেশে এসেও আটকা পড়েছেন অনেক প্রবাসী। তাদেরই ২৭৩ জন বিমানের বিশেষ ফ্লাইটে মাদ্রিদ ফিরলেন।
তবে বিদেশিরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। বিদেশে আটকা পড়া বাংলাদেশিদেরও একইভাবে ফেরানো হচ্ছে।
এরই মধ্যে লন্ডন, সৌদি আরব, ব্যাংকক, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ ও কুয়েত থেকে বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েকশ’ বাংলাদেশি ফিরেছেন।
Leave a Reply