বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:০০ পূর্বাহ্ন

আসছে ভিভোর নতুন স্মার্টফোন ‘ওয়াই ৫০’

দেশের বাজারে আসছে ভিভোর নতুন স্মার্টফোন ‘ওয়াই ৫০। ১৮ জুন, বাংলাদেশে এই ফোন উন্মোচন এবং প্রি-বুকিং কার্যক্রম শুরু হবে।ফোনটি দেশের বাজারে পাওয়া যাবে আগামী ২৪ জুন থেকে। দাম রাখা হয়েছে ২২ হাজার ৯৯০ টাকা।

গত এপ্রিলে চীনের বাজারে যাত্রা শুরু করে ‘ভিভো ওয়াই ৫০। চলতি মাসে ভারতের বাজারেও প্রবেশ করে স্মার্টফোনটি। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের বাজারে আসছে।

ভিভো ওয়াই ৫০ ফোনের র‌্যাম ৮ জিবি এবং রম ১২৮ জিবি। ছবির জন্য এতে আছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। রিয়ার ক্যামেরাগুলো হলো ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এছাড়া সেলফি ক্যামেরায় আছে ১৬ মেগাপিক্সেলের হাই ডাইনামিক রেঞ্জ (এইচডিআর) ক্যামেরা সেন্সর। ৬.৫৩ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটি ৫০০০এমএএইচ ব্যাটারি ক্ষমতাসম্পন্ন।

আইভিউ ডিসপ্লের এই ফোনের রেজ্যুলোশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল। স্ক্রিন টু বডি রেশিও ৯০.৭ শতাংশ। স্মার্টফোনটি পরিচালিত হবে স্ন্যাপড্রাগন ৬৬৫ এসওসি মোবাইল প্ল্যাটফর্ম দিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web