মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০২:৫০ পূর্বাহ্ন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার ২৮ কর্মকর্তার দপ্তরে রদবদল করা হয়েছে। শনিবার ( ২০ জুন) ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এছাড়া ডিএমপির ডিসি মানস কুমার পোদ্দারকে ডিসি ডিবি মিরপুরে, মো. সাইফুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইনভেশটিগেশনে, আবদুল আহাদকে ডিসি ডিবি ওয়ারী, মো.রবিউল ইসলামকে ডিসি ট্রাফিক গুলশানে, মো. মাহফুজুল ইসলামকে ট্রান্সন্যাশনাল ক্রাইমের ডিসি, মো. রাজিব আল মাসুদকে ডিসি ডিবি লালবাগ, ওয়াহিদুল ইসলামকে ডিসি ট্রাফিক মতিঝিলে, মো. আব্দুল মান্নানকে স্পেশাল অ্যাকশন গ্রুপে, কাজী শফিকুল ইসলামকে ডিবি উত্তরে, মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদকে সিটি রিসার্চ এন্ড ডেভোলাপমেন্টে, মুহাম্মদ শরীফুল ইসলামকে আইসিটিতে, মো. সাইদুল ইসলামকে ট্রাফিক ওয়ারীতে, মাছুম আহমেদ ভূঁঞাকে ডিসি ক্রাইমে, মোহা. মেহেদী হাসানকে লালবাগে, মো. মোর্শেদ আলমকে সচিবলায়ের নিরাপত্তা, আ.ফ.ম আল কিবরিয়াকে সিটি-সাইবার ক্রাইম ইনভেশটিগেশনে, মিশু চাকমাকে সিটি-ইন্টিলেজেন্স এনালাইসেসে এবং মো. আসাদুজ্জামানকে ডিবি মতিঝিলে বদলি করা হয়েছে।
Leave a Reply