বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৬ পূর্বাহ্ন
বেগমগঞ্জ প্রতিনিধি: নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের পক্ষ থেকে ছিন্নমূল পথ শিশুদের মাঝে খবার বিতরণ অব্যাহত রয়েছে। শুক্রবার দুপুরে চৌমুহনীর পোষ্ট অফিস এলাকায় এই খাবার বিতরণ করা হয়। এই খাবার বিতরণে সহযোগীতা করে নিশান ফাউন্ডেশন।
এ সময় চৌমুহনী পৌর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ, নিশান ফাউন্ডেশনের মহা সচিব সাংবাদিক ইয়াকুব নবী ইমন, যুবলীগ নেতা আবদুল মান্নান মনা, ছাত্রলীগ নেতা মিহির আহমেদ বিজয়সহ অন্যানরা উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রিয়াজ জানান, আমরা ৬৫ দিনের মতো খাবার বিতরণ করলাম। মামুনুর রশিদ কিরণ এমপি মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক সহযোগীতায় ভবিষ্যতেও এই খাবার বিতরণ অব্যাহত থাকবে।
Leave a Reply