বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ পূর্বাহ্ন
প্রাণঘাতী করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত ব্রাজিল। প্রতিনিয়ত আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এমন অবস্থায় চালু করা হয়েছে দেশটির ফুটবল লিগ। বৃহস্পতিবার মাঠেও গড়িয়েছে দেশটির প্রথম স্থানীয় লিগ কারিয়াকো চ্যাম্পিয়নশিপের ম্যাচ। তবে এই মুহূর্তে ফুটবল ফেরানোর এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো।
বৃহস্পতিবার মাদ্রিদে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রোনালদো। সেখানে তিনি এমন সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে কারিয়োকা ফুটবল ও ব্রাজিলিয়ান ফুটবল ফেরানোর বিপক্ষে আমি। ইউরোপের অন্যান্য দেশের উদাহরণ অনুসরণ করতে চাইছে ব্রাজিল, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি ও মহামারির কথা বিবেচনায় নিচ্ছে না।
রিয়াল ও বার্সার সাবেক এই তারকা ফুটবলার বলেন, ‘স্পেনে চ্যাম্পিয়নশিপ তখনই শুরু হয়েছে, যখন শহর ও সমাজের পরিবেশ নিরাপদ হয়েছে, ভাইরাসে আক্রান্তদের সংখ্যা কমতে শুরু করেছে। আমি মনে করি, ব্রাজিল এখনও (সংক্রমণের) চূড়ায় আছে, এই সময়ে ফুটবল ফেরানোর সিদ্ধান্ত ভুল।
উল্লেখ্য, তিন মাস বন্ধ থাকার পর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে শুরু হয়েছে কারিয়াকো চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সেখানে বর্তমান চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো ৩-০ গোল ব্যবধানে হারিয়েছে বাঙ্গুকে। খেলাটি সম্পূর্ণ দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply