বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০১:১২ পূর্বাহ্ন
প্রতিবেদক:বাবা দিবসে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’-এর ফেসবুক পেজ ‘বিশ্বরঙ ফ্যান ক্লাব’-এ প্রচারিত হবে বিশেষ লাইভ ‘বাবার জন্য গান’।
আয়োজনে অংশ নেবেন বর্তমান প্রজন্মের আলোচিত গায়িকা ফাতিমা তুযযোহরা ঐশী ও তাঁর বাবা আব্দুল মান্নান মিলন। লাইভে বাবার পছন্দের সব গান শোনাবেন ঐশী। পাশাপাশি বাবা শোনাবেন মেয়ের ছোটবেলাসহ সংগীত ও ব্যক্তিজীবনের নানা গল্প। উপস্থাপনা করবেন বিপ্লব সাহা।
ঐশী বলেন, ‘আমার আব্বু আড়াল থেকে কাজ করতেই বেশি পছন্দ করেন। এই প্রথম তাঁর সঙ্গে মিডিয়ার সামনে আসছি। বাবা দিবসে বাবাকে নিয়ে এই অনুষ্ঠান। তার পরও তাঁকে রাজি করাতে অনেক কষ্ট হয়েছে। সময়টা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।আব্দুল মান্নান মিলন বলেন, ‘মেয়ের জোরাজুরিতে শেষ পর্যন্ত তাকে কথা দিয়েছি। এই লাইভের মাধ্যমে আমরা সব বাবার প্রতি সম্মান জানাতে চাই।
Leave a Reply