শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৫৮ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদ উল্লাহ মারা গেছেন। রবিবার (২১ জুন) দিবাগত রাতে ঢাকার ড. আনোয়ার খাঁন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সহিদ উল্লাহ একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানায়, চেয়ারম্যান সহিদ উল্লাহ গত কয়েকদিন ধরে শ্বাস কষ্ট ও সর্দি জ্বরে ভুগছিলেন। পরে রামগঞ্জ সরকারী হাসপাতালে নমুনা দেয়ার পরে পরিক্ষায় তার করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতিতে শনিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে তার মৃত্যু হয়।
করোনা পরিস্থিতিতে চেয়ারম্যান সহিদ উল্লাহ তার ইউনিয়নের মানুষের পাশে ছিলেন। বিভিন্ন সময়ে সরকারের দেয়া সহায়তা ও তার ব্যাক্তি উদ্যোগে ঘরবন্দী অসহায় মানুষদের সহায়তা দিয়েছিলেন তিনি।
Leave a Reply