শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন
সালেহ উদ্দিন সবুজ,নোয়াখালী:বাগেরহাট ম্যাটস এর অধ্যক্ষ বিএমএ এর আজীবন সদস্য ডাঃ মোঃ আবদুর রকিব খান এর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করা হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম,স্বাচিপ নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান সহ আরো অনেক ডাক্তার। এসময় বক্তারা বলেন,মহামারী করোনার ভেতরেও ডাক্তাররা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন।
এরুপ পরিস্থিতে ডাঃ রকিব খানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাহলে ডাক্তারদের জিবনের নিরাপত্তা কোথায়। এই নির্মম হত্যা আমরা মেনে নিতে পারছি না। দ্রুত বিচার ট্রাইবুনালে এনে হত্যাকারীদের শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply