শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক:বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে সারা দেশের বাছাইকৃত ২৫ জন সাংবাদিককে নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। গতকাল রোববার প্রেস কাউন্সিল আইন, আচরণ ও বিধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং তথ্য অধিকার আইন ২০১৯ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য দৈনিক অবজারভার সম্পাদক ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

প্রশিক্ষণ শেষে ইকবাল সোবহান চৌধুরী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

প্রধান অতিথি বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ টেলি কনফারেন্সে বলেন, সাংবাদিকদের মানোন্নয়ন ও অধিকার রক্ষার জন্য প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে। এরই মধ্যে সারা দেশে সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি দেশের প্রচলিত আইন এবং তথ্য অধিকার আইন ২০১৯ সম্পর্কে সাংবাদিকদের জানাচ্ছে। আমরা যদি সবাই দেশের আইন মেনে চলি তাহলে কোথাও কোনো সাংবাদিক নির্যাতিত হবে না।’

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‌’ভীতির ওপর রাখলে সাহসী সাংবাদিকতা আশা করা যায় না। সাংবাদিকরা ক্ষমতাসীন দল, প্রশাসন ও অপরাধীদের হাতে বারবার নির্যাতিত হচ্ছে, যা কোনো অবস্থাতেই কাম্য নয়। একজন সাংবাদিক সমস্ত হুমকি উপেক্ষা করে দেশের জন্য কাজ করা যাচ্ছে। রাষ্ট্রের উচিত তার নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমরা উল্টো চিত্র দেখছি। সাংবাদিকদের অপরাধীর মতো হাতকড়া পরিয়ে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমরা সব বিষয় নিয়ে তথ্যমন্ত্রীসহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। সাংবাদিকদের ওপর যেকোনো নির্যাতন ও জুলুম হলে আমরা প্রতিবাদ করে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 nktelevision
Design & Developed BY Shera Web