শনিবার, ০২ জুলাই ২০২২, ০৯:০৭ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী:আবারো স্বাস্থ্য মন্ত্রণালয়কে মহা আজগুবি বিভাগ বলেছেন স্বাস্থ্য বিভাগ সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি ।
সোমবার দুপুরে নিজ বাসভবনে নিজের ভেরিফাইডে আইডি থেকে সরাসরি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন ।
একরামুল করিম চৌধুরী এমপি বলেন, কিটের অভাবে আজকে নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী- এই তিন ডিস্ট্রিকের করোনা পরীক্ষা বন্ধ। যার কারণে মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে। দুই,তিন দিন আগে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে আজগুবি বিভাগ বলেছিলাম। কিন্তু এটা আজগুবি নয়, এটা মহা আজগুবি বিভাগ। আমাকে একজন বললেন- আজকে স্বাস্থ্যমন্ত্রী নিজেই নাকি বলেছেন কিটের অভাব। কিন্তু জানামতে বাংলাদেশের তিনটা চারটা ব্যবসায়ী কোম্পানি প্রায় ১০ লাখ কিট এনে রেখেছে। কিন্তু তারা দিতে পারছে না মিঠু সিন্ডিকেটের কারণে।
তিনি আরো বলেন,যতক্ষণ পর্যন্ত মিঠু সিন্ডিকেট ভাংঙ্গানো যাবে না ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভালো কিছু আসা করা যাবে না। তিনি এ সিন্ডিকেট ভাঙ্গার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন । প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দুই তিন দিনে ক্যাসিনো ধ্বংস করে দিয়ে মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন ঠিক একইভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার অনুরোধ জানান।
এছাড়াও তিনি নোয়াখালীর আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে প্রত্যেক ওয়ার্ডে কমিটি করার নির্দেশনা দিয়েছেন । কমিটি করে এলাকা ভিত্তিক লকডাউন কার্যকর করার নির্দেশ দেন তিনি । কমিটি করতে প্রয়োজনে বিরোধীয় দলের লোকজনকেও সাথে নেয়ার কথা বলেন । যে যে বাড়িতে করোনা রোগি পাওয়া যাবে সে বাড়ী লকডাউন করে লাল পতাকা টানিয়ে লক ডাউন কার্যকর করার নির্দেশনাও প্রদান করেন তিনি।
Leave a Reply