শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন
এন.কে টেলিভিশন ডেস্ক:শিরোপা দৌড় থেকে ছিটকে গেলেও ইতিহাদ স্টেডিয়ামে সোমবার রাতে বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে এই ম্যাচে আকাশি-নীল জার্সিধারীদের জন্য বড় ধাক্কা হচ্ছে স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোর ইনজুরি।
ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে প্রতিপক্ষের ডি বক্সের মধ্যে বাজেভাবে ফাউলের শিকার হোন অ্যাগুয়েরো। তখনই মাঠ থেকে উঠিয়ে নিতে হয় সিটির এই স্ট্রাইকারকে।
ম্যানসিটি কোচ পেপ গার্দিওয়ালা বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এটা দেখে ভালো কিছু মনে হয়নি। তবুও আমরা মঙ্গলবারের (২৩ জুন) দিকে তাকিয়ে আছি। আমরা সেদিন দেখবো সে কেমন আছে, তাঁর কী অবস্থা। ততক্ষণে তাঁর টেস্টের ফলাফলও পেয়ে যাবো। আশা করি সেটি ভালো কিছু নিয়ে আসবে।’
বৃহস্পতিবার চেলসির বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি। সে ম্যাচে অ্যাগুয়েরোকে পাওয়া যাবে না নিশ্চিত। এমনকি নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টারও মিস করবেন অ্যাগুয়েরো। এসব নিয়ে গার্দিওয়ালা আরও যোগ করেন, ‘ডাক্তার আমাদের জানিয়েছে, এটা বেশ কিছুদিন সময় নিবে। আমরা সামনের কিছু ম্যাচে তাকে পাচ্ছি না। তবে ইনজুরির ধরণ দেখে মনে হচ্ছে মৌসুমে তাকে আর পাওয়ার তেমন সম্ভাবনা নেই।’
Leave a Reply