বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন
সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী:করোনাকালীন সময়ে সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের পারিবারিক সবজি ও পুষ্টির আওতায় বাগান স্থাপনের লক্ষে নোয়াখালী সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ৩২ জন করে কৃষকদের মাঝে চেক ও উন্নত জাতের বীজ দেয়া হয়েছে ।
মঙ্গলবার সকালে নোয়াখালী সদর উপজেলা পরিষদ থেকে কৃষকদের উপস্থিতিতে বিকাশ এবং চেকের মাধ্যমে ১৯৩৫ টাকা করে তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শামছুদ্দিন জেহান,উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদার,উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু,উপজেলা কৃষি অফিসার মোঃ মোশরেকুল হাসান।
কৃষি অফিসার মোঃ মোশরেকুল হাসান জানান, ১০০ শতক জমিতে ৫টি বেড প্রস্তুত করতে কৃষকদের এ টাকা ও বীজ প্রদান করা হয় । ৫টি বেডে সারা বছর ধরে সবজি উৎপাদন করা হবে । বেডের পূর্ব ও পশ্চিম পাশে লাউ ও চিচিঙ্গা এবং উত্তর ও দক্ষিণ পাশে করলা চাষ করা যাবে।
Leave a Reply