মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২, ১১:০১ পূর্বাহ্ন
প্রতিবেদক:বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বাগেরহাটে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট হেমায়েত ভ’ইয়া, আওয়ামীলীগ নেতা সরদার সেলিম আহম্মেদ, ফরিদা আক্তার লুচি, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ইবনেমিজান হিরু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান রিজিয়া পারভিন, জেলা মহিলা যুবলীগের আহবায়ক এ্যাডভোকেট লুনা সিদ্দিকী আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী আ.লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ’র মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
Leave a Reply