শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৮:২৬ অপরাহ্ন
সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী : করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক, ফ্রান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী বনিক সমিতির যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। মঙ্গলবার বিকেল চারটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন )।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-০৪ এর সাবেক সংসদ সদস্য মোঃ শাহজাহান,নোয়াখালী জেলা বিএনপি,পৌর বিএনপি, নোয়াখালী জেলা ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবকদল, ফ্রান্স বিএনপির অংঙ্গ সংগঠনের নেতারা ।
পারিবারিক সূত্রে জানা যায়,সোমবার বিকেলে বুকে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকাজনক থাকায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় । মঙ্গলবার সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।এদিকে তার মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম । এলাকাবাসী শোকার্ত পরিবারের পাশে রয়েছেন।
Leave a Reply