শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন
প্রতিবেদক:’মুজিব কোট’ পরে বিএনপির যুগ্ম মহা সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের চলমান অধিবেশনে মুজিব কোট পরে তাকে যোগ দিতে দেখা যায়।
সাতদিন বিরতির পর চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে আজ। মঙ্গলবার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
এর আগে ১৫ জুন সম্পূরক বিল পাস হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৩ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন। করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় এই সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত করা হয়। এ জন্য দীর্ঘ এ মুলতবি। আগামী ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাস হবে।গত ১০ জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন।
Leave a Reply