শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন
সালেহ উদ্দিন সবুজ,নোয়াখালী: নোয়াখালীতে তেলের দোকানে অগ্নিকান্ডে তিন নিহত। হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নে তেলের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় মহিবুল ইসলাম নিপু (৩৮) ও রহমত উল্যা (৩৫) নামের দুই ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এসময় অগ্নিকান্ডে ৫ টি দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এ সময় অগ্নিদগ্ধসহ আরো অন্তত তিনজন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় মহিবুল ইসলাম নিপুর তেলের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মহিবুল ইসলাম নিপু এবং তার দোকান কর্মচারী রহমত উল্যা, একই এলাকার খালেদ (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও অল্পের জন্য মৃত্যু থেকে বেঁচে যাওয়া শহিদ জানান, রাতে তিনিসহ মোট পাঁচজন ছিলেন নিপুর তেল দোকানে। দোকানের মালিক নিপুসহ তিনজন পিছনে হিসাব করছিলেন। সামনে ছিল দুইজন। হঠাৎ ৯টার দিকে দোকানের সামনে থেকে বিকট শব্দ করে আগুনের লেলিহান শিখা পিছনের দিকে যায়। এ সময় তিনি আগুনসহ লাফ দিয়ে বের হতে সক্ষম হন। অন্যদের অবস্থা তিনি জানেন না। পরে জানতে পারেন দোকানের মালিক নিপু এবং কর্মচারি রহমতের মরদেহ বের করা হয়েছে। এদিকে আশংকাজনক অবস্থায় রাতে খালেদ নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বিদ্যুতের ট্রান্সমিটার বাস্ট হয়ে নিপুর তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে এলাকাবাসী, পরে খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস ও সর্বশেষ মাইজদী থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এসময় নিপুর তেল দোকান থেকে দুইজনের কঙ্কাল উদ্ধার করা হয় ।
তবে কঙ্কাল দুটি পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় চিনা যাচ্ছিল না। কঙ্কাল দুটি সি-ট্রাকের ঘাট ম্যানেজার মহিবুল ইসলাম নিপু এবং তার দোকান কর্মচারী রহমত উল্যার বলে ধারণা করছেন স্থানীয়রা। হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নিপুর তেল দোকান থেকে দুইটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তবে এখনো কঙ্কাল দুটির পরিচয় সনাক্ত করা যায়নি। অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে বলেও জানান তিনি।
Leave a Reply